Sunday, October 9, 2016

Jamuna Television

Name:
Jamuna Television Ltd. 
24/7 free to air News Channel in Bangladesh.

Office:
Jamuna Future Park Complex, KA- 244, Progoti Sharoni,Baridhara
Dhaka-1229.

Phone:
Ph:+88-02-8854542-3
Fx: +88-02-8826901


Web:
Web : www.jamunatv.net 
E-mail:news@jamuna.tv info@jamuna.tvs
Facebook: facebook.com/JamunaTelevision

21 comments:

  1. মহোদয়,
    আমার বাবা একজন রিক্সা চালক। গত কিছু মাস ধরে আমাদের এলাকায় চাঁদাবাজি বেরে গেছে। প্রতিদিন ৮০ টাকা এবং মাস শেষে ৫০০ করে চাদা দিতে হচ্ছে। আজ আমার বাবা চাদা দিতে রাজি না হলে তাকে মারধর করে সমস্ত রোজগারিত টাকা নিয়ে জায়।এখন আমি চাই আপনারা এটা দেখে তা টিভিতে প্রকাশ করেন।আমরা কিছু করতে পারছি না কারন এর সাথে প্রসাশন ও জড়িত।
    ঠিকানা ;- ঢাকা ক্যান্টনমেন্ট, ই সি বি চত্ত্বর,,,,সি এন জি ইস্টান্ড এর পাশে

    ReplyDelete
  2. প্রিয় যমুনা টিভির সকল মেম্বারদের প্রতি সালাম জানাই,দীর্ঘ ১৪ অথবা ১৫ দিন হবে আমি চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতালে ট্রিমেন্ট করাচ্ছি ,আমার শুধু পিঠে ব্যাথা অনুভব করছি, তার জন্য একজন
    তার টাইটেলের আগে সাবেক সহকারী অধ্যাপক লেখা আছে,মূলতঃ ঐ ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করি, তার চিকিৎসার শুরুতে নমুনা ছিল অনেক গুলো পরিক্ষা ঐ হাসপাতালে করাতে হবে, পরবর্তীতে তার ট্রিমেনটে সুবিধা হচ্ছেনা বিদায় আবার একজন অধ্যাপক ও মেডিসিন ও বাত বিস্সঙ্গ ডাক্তার দেখাই তিনিও পূর্বে ডাক্তারের মত পরিক্ষা দিয়ে বলছে পরিক্ষা করে দেখানোর কথা,আমার জিনিসটি খারাপ লাগ, তখন প্রাইয় রুগীর প্রেকসিপশন্স দেখলাম সবাইকে কিছু না কিছু পরিক্ষা দিয়েই আসছে,তাই আমি অনুরোধ করবো যমুনা টিভির ৩৬০ ড্রিগরীর টিভ যদি এই বিষয় দূর্নীতি বা মানুষের সাথে যে প্রত্যারনা করছে, তা সবার সম্মূখে তুলে ধরার অনুরোধ করছি। টিকানাঃ চট্টগ্রাম আগ্রাবাদ শেখ মুজিব রোড বানানী ইসলামীব্যাংক হাসপাতাল।

    ReplyDelete
    Replies
    1. আমার ও মনে হয় এসব দেখা দরকার।

      Delete
  3. আসসালামুআলাইকুম।আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানাচ্ছি আমি বর্তমান এমপি শহীদ পাপলু এলাকার বাসিন্দা। সে অনেক অন্যায় করেছে। অনেক রাস্তা এখনো ভাংচুর হয়ে পড়েআছে কিন্তু সে টাকা খেয়ে পেলেছে। তার এলাকার মানুষ অত্যাচারিত। তাইতার সম্পর্কে একটা রিপোর্ট করার আবেদন করছি।

    ReplyDelete
  4. যেখানে করোনা নিয়ে গোটা পৃথিবী আতঙ্কিত এবং সকল দেশের সরকার বলছে দূরত্বতা মেনে চলুন সেখানে সরকারি ত্রান দিতে শত মানুষের এক জায়গায় সমাবেত আমার কাছে যতটা খারাপ লাগছে ততটা আমাদের দেশ হুমকির মুখে পড়ছে। (আমি বলতে চাচ্ছি যে সরকার বলেছে ত্রান মেম্বার, চেয়ারম্যান যেনো ঘরে ঘরে দিয়ে আসে কিন্তু আমাদের মুর্খ নেতারা মিছিলের মতো করে সাহায্য করছে এবং তা দেখাইতেছে তারা মানুষকে সাহায্যকরছে) আমার কাছে প্রমান আছে। আপনারা যত পারেন তাড়াতাড়ি কিছু করেন।তানাহলে আমাদের দরিদ্র মানুষগুলা এই ভাইরাসে আক্রান্ত হবে যা আমাদের জন্য বিশাল বড়ো হুমকির মুখে ফলবে

    ReplyDelete
  5. যেখানে করোনা নিয়ে গোটা পৃথিবী আতঙ্কিত এবং সকল দেশের সরকার বলছে দূরত্বতা মেনে চলুন সেখানে সরকারি ত্রান দিতে শত মানুষের এক জায়গায় সমাবেত আমার কাছে যতটা খারাপ লাগছে ততটা আমাদের দেশ হুমকির মুখে পড়ছে। (আমি বলতে চাচ্ছি যে সরকার বলেছে ত্রান মেম্বার, চেয়ারম্যান যেনো ঘরে ঘরে দিয়ে আসে কিন্তু আমাদের মুর্খ নেতারা মিছিলের মতো করে সাহায্য করছে এবং তা দেখাইতেছে তারা মানুষকে সাহায্যকরছে) আমার কাছে প্রমান আছে। আপনারা যত পারেন তাড়াতাড়ি কিছু করেন।তানাহলে আমাদের দরিদ্র মানুষগুলা এই ভাইরাসে আক্রান্ত হবে যা আমাদের জন্য বিশাল বড়ো হুমকির মুখে ফলবে

    ReplyDelete
  6. যেখানে করোনা নিয়ে গোটা পৃথিবী আতঙ্কিত এবং সকল দেশের সরকার বলছে দূরত্বতা মেনে চলুন সেখানে সরকারি ত্রান দিতে শত মানুষের এক জায়গায় সমাবেত আমার কাছে যতটা খারাপ লাগছে ততটা আমাদের দেশ হুমকির মুখে পড়ছে। (আমি বলতে চাচ্ছি যে সরকার বলেছে ত্রান মেম্বার, চেয়ারম্যান যেনো ঘরে ঘরে দিয়ে আসে কিন্তু আমাদের মুর্খ নেতারা মিছিলের মতো করে সাহায্য করছে এবং তা দেখাইতেছে তারা মানুষকে সাহায্যকরছে) আমার কাছে প্রমান আছে। আপনারা যত পারেন তাড়াতাড়ি কিছু করেন।তানাহলে আমাদের দরিদ্র মানুষগুলা এই ভাইরাসে আক্রান্ত হবে যা আমাদের জন্য বিশাল বড়ো হুমকির মুখে ফলবে

    ReplyDelete
  7. আমি একটি সঠিক তথ্য জানতে চাই আপনাদের মাধ্যমে। করোনা সময়কালীন সময়ে সরকার ব্যাংক লোন সম্পর্কে কি ঘোষণা দিয়েছে, তার কারণ একটি ব্যাংকে আমার কাছ থেকে লোনের সব টাকা কেটে রেখেছে ।

    ReplyDelete
  8. প্রিয় যমুনাটেলিভিশন,এইভাবে আপনাদের কাছে কোন অভিযোগ দিলে কি কোন কাজ হবে..!! কিছু অসহায় পুলিশের কাছে অভিযোগ দিলে কোন কাজ হয় না.. বরণ, আরও বিপদ হয়ে যায়... সমাজে কিছু হিংস্র মানুষের কাছে আজ অসহায় হয়ে পরেছে গরিব মানু... 😔

    ReplyDelete
  9. Ami kichu bolteh chay please ...

    ReplyDelete
  10. গত ৯ মে একটি খবর যে একটি পরিবার কে দেখাল যে তারা খুব অসুবিধায় আছে ওখানেএকটি ছোটছেলের সাক্ষাৎ কার ও দেখিয়েছেন আমি অই বাচ্চাটার পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। দয়া করে আমাকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিন প্ল।।

    ReplyDelete
  11. Hello sir, this is uzine sankar from manikganj I a Christian. I want to contruct a missionary coropt. Can you please provide team 360 contract number.

    ReplyDelete
  12. আমি সাব্বির আহম্মেদ কাতার প্রবাশী গতো ২৩/০১/২০২০ দেশে আসি ৩ মাসের ছুটি নিয়ে ৪ বছর ৬ মাস পরে । টিকিটও কেটে up down এর কাতার থেকে কিন্তু করোনার জন্য মার্চ মাসের মাজামাজী সব ফ্লাইট বন্দো হয়ে যাওয়ার কারোনে আর জাইতে পারছিনা আমার টিকিট টা লাষ্ট ডেট ছিলো এপ্রিল মাসের ২২ তারিখ। সরকার তার মধ্য গসনা দিল যে প্রবাশীদের সরকার টাকা দিবে ৪% হাড়ে শুদে কিন্তু সমেস্যাটা এখানে টাকাটা যারা পাবে তারা নাকি ১ মার্চ এর পরে যারা আসছেতারা শুদু। আমি ডাকা হেড অফিশ গিয়েছিলাম প্রবাশী কল্যান ব্যাঙ্কে তারা আমাদের সাথে কথা বলাতো দূরের কথা ভিতরেই ডুকতে দেয়নি। এখন আমি চাই আপনারা একটা রিপোট করেন এটা নিয়া। আমি একা এরকম না আরো অনেকে আছে। কিছুমহিলাও আসছিলো তাদের সাথেও একি ব্যাবহার করেছে। সময় টিভি তে কল দিছিলাম তারাও কিছু করলো না এখন আপনিই একমাত্তো ভরসা প্লিজ দয়াকরে রিপোর্টা করুন

    ReplyDelete
  13. পুরাতন ঈশ্বরদী লালপুর/নাটোর এয়ারপোর্ট মোড় সংলগ্ন কিশোর গেং এর উপদ্রব টা একটু বেশি বেড়ে গেছে। গাজা/মদ/ইয়াবা এই গুলা একেবারে কমন বিষয়। কিন্তু মজার বেপার হলো এদের কে এই গুলা কেনার জন্যে বাসাই থেকে টাকার বেবস্থা করা লাগে না...সামনে ভোট এর জন্যে এই মোড়ের উপরে শুরু হয় আড্ডা নেশার আড্ডা আর তাদের জন্যে এলাকার মানুষ অতিষ্ঠ হলেও কিছু করার নাই!পেছনে বড় মাথা আর এই বড় মাথাই তাদের নেশা করার সুইস ব্যাংক। যার জন্য থানা পুলিশ ও তাদের হাতে। সেই বড় নেতার অফিস এর সামনে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলতে থাকে তাদের লিলা খেলা।দিন দিন এরা এতটাই ভয়ানক হইয়ে উঠছে যেন হিংস্র কুকুর।আমরা কিছু করতে গেলে সেই মাথা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিবে এর জন্যে আমরা কিছু বলার সাহস পাইনা। আজ কে পুলিশ ধরে নিয়ে গেলে কাল কে আবার ছাড়া পেয়ে যাই। কিছু করার নাই আমাদের

    ReplyDelete
  14. আসসালামু আলাইকুম।
    যমুনা টেলিভিশনের প্রতি আমার আকুল আবেদন আপনারা জন্ম নিবন্ধন নিয়ে একটা খবর প্রচার করেন।কারন আমার বিশ্বাস বাংলাদেশের ৯০ % লোক এই সমস্যায় ভুগছে।আমার যখন জন্ম নিবন্ধন হয়েছে তখন ছিল এনালগ। আমার ভোটার আইডিতে সব কিছু সঠিক কিন্তু আমার মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য ইউনিয়ন পরিষদে গেলে তারা বলে আমার ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে আমার টা ডিজিটাল করতে গেলে দেখা যায় আমরা তথ্যের সাথে কোন মিল নাই।আমি চেয়ারম্যান কে জানালে তিনি বলেন আমাদের কিছু করার নাই। সরকার সংশোধনের কোন অপসান রাখে নি।বতর্মানে আমার মেয়ের জন্ম নিবন্ধন হলো না।আমার টা না হবার কারনে। তাই আপনাদের নিকট আবেদন আপনারা দেশের মানুষকে সহায়তা করার জন্য এ বিষয় নিয়ে একটা রিপোর্ট করবেন।
    রাজু
    ০১৭১৩৫০৪৪৬৫

    ReplyDelete
  15. মহোদয়,
    বতর্মান সরকার উত্তরবঙ্গের নীলফামারিতে উত্তরা ইপিজেড এ গ্যাস সরবরাহ করার জন্য বগুড়া হইতে নীলফামারিতে গ্যাস সরবরাহ লাইনের কাজ জিটিসিএল এর মাধ্যমে নির্মান করার মহতী উদ্যোগ গ্রহণ করিয়াছে। এই জন্য রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ চলিতেছে এবং ৪ ধারার নোটিশও প্রদান করা হইয়াছে। উল্লেখ্য যে ৪ ধারা নোটিশে জমির খতিয়ান/পর্চা অনুসারে জমির শ্রেনি ডাঙ্গা দেখানো হইলেও অবৈধ লেনদেনে অস্বীকৃতি জানাইলে বর্তমানে ৭ ধারা নোটিশে উক্ত জমির শ্রেনি ডোবা হিসাবে দেখানোর পায়তারা হইতেছে। অপরদিকে অবৈধ লেনদেনে রাজি থাকিলে ডোবা জমির শ্রেনিকেও ডাঙ্গা হিসাবে দেখানো হইতেছে। একই রকম অবস্থা মহাসড়কের ৬ লেনের জমি অধিগ্রহণের বেলায়ও হইতেছে যাহার মুল হোতা জেলা প্রশাসনের সার্ভেয়ার। এই সমস্ত কারনে একদিকে যেমন জমির মালিকগন ক্ষতিগ্রস্থ হইতেছে তেমনি সরকারও ক্ষতিগ্রস্থ হইতেছে। আবার বিষয়টিতে সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হইতেছে। আমার মনে হয় রংপুর এর জনগনের বৃহত্তর স্বার্থে এবং সরকারের সুনাম রক্ষার্থে জেলা প্রশাসনের সার্ভেয়ারের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করা খুবই ফলপ্রসু হইবে। পাশাপাশি সার্ভেয়ারের যাবতীয় সম্পদের হিসাব গ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ।

    ধন্যবাদান্তে,
    রায়হান।

    ReplyDelete
  16. স্যার আমার বাসা থেকে আমার বউকে তুলে নিয়ে গেছে আজ কয়েকদিন হয়েছে। কোন কল দিচে্ছ না গুম করে ফেলছে।াআমি পুলিশের কাছে গেলে কোনো প্রকার হেল্প পাইনি।আমাকে পুলিশ বলছে কোনো ছেলের পালিয়ে গেছে।পালিয়ে যদি যাইতো একবার হলে কল দিতো।এতটুকু বিশ্বাস আমার আছে।প্লিস স্যার আমাকে হেল্প করেন।আমি আমার বউকে ফিরে চাই আমি কয়েকজনের পুলিশের কাছে গেছি বলে মামলা করতে, মামলা করতে গেলেও মামলা নিচ্ছেনা। আরও আমাকে হেস্তনেস্ত করছে তাই কোনো প্রকার হেল্প না পেয়ে আপনাদের জানাচ্ছি আ শা করি আপনারা আমাকে খুব তারাতারি সাহায্য করতে এগিয়ে আসবেন।

    ReplyDelete
  17. স্যার, আসসালামু অলাইকুম।
    রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে নিয়ে রাস্তা র দুই সাইট সম্পসারনের জন্য কি জমির মালিক কোন ক্ষতিপূরণ পাবে?
    নাকি রাস্তার সাইটের যে সব জমি থেকে মাটি কাটা হইছিলো সেসব জমি তে মাটি ভরাট করে দিবে! এমন কোন আইন কি স্যার বিদ্যমান আছে?
    দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার, বেলতলী হইতে দেবিগঞ্জ প্রায় ২০ কিমি রাস্তার /সড়কে সম্প্রসারনের জন্য দুই সাইটের জমি থেকে ভেকু (মাটি কাটার গাড়ি) ব্যাবহার করে মাটি কেটে রাস্তার দুই সাইট বাধা হয়েছে।
    এক্ষেত্রে কি জমির মালিক ক্ষতিপূরণ পাবে??
    এ বিষয়ে দয়া করে ১ টা প্রতিবেদন তৈরি করবেন স্যার।

    ReplyDelete